কাদা তুলি কাদা মাখি
কাদা ফেলি জলে
কাদার ভেতরে সাপ
রাখিও ছোবলে।
(২)
হাত বাড়ালেই বন্ধু হয় না
সাপের ছোবল ইঁটের পাঁজায়
দেবারতি পেরিয়ে গেলে
মিত্র এসে মৃত্যু সাজায়।
(৩)
কাদা ছানি কাদা মাখি
কাদায় ঈশ্বরী
কাদায় অসুর জন্ম
কৈলাস বিষ্-হরি।
(৪)
মুখোশের রকম বিকার
ছদ্মবেশে কি যায় আসে!
হরিণী মুখোশ পরে
বিষধর গোখরো হাসে।
(৫)
প্রতাপশালী ক্ষয়ের দাপট
রক্তবমি

