লাশ হয়ে যাবে
শেয়াল আর কুত্তায়
ছিঁড়ে ছিঁড়ে খাবে। যে যা বলে বলুক গে
তুমি বলবে না
চোর যদি বলেছ কি
পার তো পাবে না। ঘরে টিন মেয়ে আছে
লুকাচ্ছ তাকে?
মুন্ডুটা চলে যাবে
গিলোটিন ফাঁকে। তরতাজা ছেলে যদি
থেকে থাকে ঘরে
মিছিলে না পাঠালে
পস্তাবে পরে। খবর কাগজ বা
নিউজ চ্যানেল
নাপাক হারাম জেনো
দেখলেই

