হাতের ডান পাশ করাত কাটা গাছের মুখোমুখি
বা-পাশে সমুদ্রের দৈর্ঘ্য জল
দ্রোপদি কুজবক দুরন্ত আকাশের পথ আঁকে
দিগন্তের ছয়টি গল্প সূর্যের আলোয় মেঘ কাটে- এক টুকরো স্বপ্নালু-নিশাচর পরিযায়ীর মত; পৃথিবীর এভিনিউ থেকে কঙ্কালমালিনীর শেষকথা
উঠে আসে রোজ, আঙুলের আংটি হারিয়ে গেছে
হাত খালি চুড়ি ভাঙা

