দাম্পত্য
এক জোড়া সাপ পূর্ণিমা-চাঁদে বিষম জড়াজড়ি
ডিনার ওয়াগনের ভেতর দৈনন্দিন পোষাক
টেবিলের দুইদিকে উল্টোনো পিরিচ আর
হিজ এন্ড হারজ ভর্তি কোট-টাই বা শাড়ী-চুড়ি
একটু বাতাসেই ভেঙ্গে যেতে পারে তবু মন।
আজ এই ঝড়, কাল শীতল বৃষ্টি
আজ জুড়ালো প্রাণ, কাল অনাসৃষ্টি
বাজার ফেরত ব্যাগে উপচানো মায়া
ঘরের ভেতর তবু ফাটে এটম বোমা
আমি-তুমি