ফুটবে ফুল- ঝরবে কুল
এটাই বুঝি নিয়ম;
তবে সম্মান অসম্মান শুধু
বোধগম্যের সু-ঘ্রাণ নিজস্ব সত্ত্বা-
তাও বিকিয়ে যায় নিত্য
অথচ আমরা সু-ঘ্রাণ নিতেও
জানি না- দিতেও জানি না
জলহস্তির মতো ঘুরপাক খাই;
তবুও মিথ্যারা দূরে যাক
সত্যের জয় হোক এটাই
কবি কবিতার কাম্য ভাসি
সুরালা কণ্ঠ চয়ণ।
কবি

