আয়না বড্ড বায়না ধরে
দেখবে নিজেকে,
স্বপ্ন নিয়ে বসে থাকে
দারুণ পুলকে। সামনে আসে কাঁদে হাসে
দ্যাখে অপলক,
আশায় অশ্রুজলে ভেজে
আয়নার দুই চোখ। তাঁর ভেতরে লোক নিজেকে
দিব্যি দেখে যায়,
খুব সাধারণ ত্রুটি তাতে
দৃষ্টিগোচর হয়। ভেতর তাঁদের লোভ লালসায়
কতই অসংযত,
আয়না নিজে দেখে সেসব
সর্বদা বিব্রত। অবশেষে আয়না যখন
চোখ

