ঘুমহীন ওরা দাঁড়িয়ে থাকে দুয়ারে,
অপেক্ষায় আছে কখন নড়বে কড়া
আর ঘুঁচবে ওদের অনাহারীর খরা। কেউবা বলে বেশ্যা কেউবা পতিতা
ওরা জানে আমার অাসল চরিত্রটা,
জানে আমার দূর্গন্ধময় মনের কথা
যা ওরা প্রতিনিয়ত দেয় ধামাচাপা। সুই সুতোয় অভিমানকে বন্দী করে
বুকচাপা বোবাকান্নাগুলো ঘাম হয়ে,
বারেবারে

