একলা সমুদ্দুর –
বুকের ভেতর কেমনে বাজে
অচেনা এক সুর । বুকের ভেতর কেমনে কাঁদে
চেনা একখান মুখ –
চোখের ভেতর কেমনে পোড়ে
কাঙ্ক্ষিত সব সুখ ! বুকের ভেতর কেমনে বাড়ে
অচেনা সব কষ্ট :
বুকের ভেতর ভালবাসার
সব আশা যে নষ্ট! ভালবাসার স্বপ্ন পোড়ে
ইচ্ছে ডানার রোদ্দুরে,
একলা কাটে মধ্যরাত্রি
ও

