অন্তর জুড়ে শুধু ভাবনার, কোলাহল-কোলাহল,
সত্ত্বা জুড়ে হাসি মুখে আছে, অবিচল-অবিচল।
দিনরাত ধরে ভেবে ভেবে চোখে, ঘুম নাই-ঘুম নাই,
বিনিদ্র এই আত্মা জুড়াতে, তাকে চাই-তাকে চাই।
প্রেমের নদীতে পাল তুলে আমি, ভেসে যাই-ভেসে যাই,
আর ভালোবাসা ফুল হয়ে ঝরে, আঙিনায়-আঙিনায়।
কষ্ট পেলেও