নিরস্ত্রীকরণ শব্দের চাতুর্য ধরতেই
বদলে গেছে যুদ্ধের প্রহর —–
এখন যুদ্ধের জন্যে
হন্যে হওয়া অস্ত্র লাগেনা,
সসাগরা যুদ্ধক্ষেত্র জুড়ে
যুদ্ধমগ্ন শেষের দশকে
প্রতিকোন অস্ত্রলিপ্ত
শোক ও সন্তাপে।
লোকে যা চায় পায় না বন্ধু
চায়না যা তাই পায়,
আপন ছেড়ে চায়না যেতে
তবু যেতেই হয়।
হাসতে যতই চাওনা কেন
কাঁদতে তোমার হবেই,
যতই থাকুক টাকা কড়ি
অভাব লেগে রবেই।
থাকুক সারা জীবন জুড়ে
হাসির কোলাহল,
তৈরী থাকো কাল বা পরশু
ঝরবে চোখের জল।
আপন
কবিতা|
১০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫১৫ বার দেখা
| ৮৯ শব্দ ১টি ছবি
৫৪।
-কবির ভাই বলেন কি করতে হবে।
-আসেন আমার সাথে।
কিচেনের পাশের রুমে যেখানে আর একটা বড় শুকনো মালামালের স্টোর ওখানে বিরাট দুটা ফ্রিজ খুলে বললো-
-এই যে এই গুলি বের করে নিয়ে আসেন আমার সাথে।
বিভিন্ন সাইজের ট্রে এবং বড় বড় বাটিতে নানান রকমের জিনিষ। এতে আছে