ওই যে দেখছ অশ্বত্থ গাছটি
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
নিজেকে পুড়িয়ে আমাদেরকে ছায়া দিচ্ছে;
ওই গাছটি একদিনে অতবড় হয়নি।
বীজ থেকে চারা গাছ, তারপর ধীরে ধীরে
লড়াই করে করে দাঁড়িয়ে আছে গাছটি।
এই বৃক্ষ কানন থেকে অশ্বত্থকে বের করে দিবে?
ও যে এই কাননের সৌন্দর্য-সম্পদ
এখানেই যে ওর জন্ম, বেড়ে ওঠা
এই