গোড়ালির হাড়ে চিড় ধরেছে
ভাঁজ ভাঙতে কুকড়ে ওঠে হাঁটু
পায়ের পাতায় তীব্র ক্ষরণ
যিশু নও জেনেও নিয়তি গেঁথে যায় তারকাটা
পা হতে কপাল পর্যন্ত ক্লান্তিহীন
তখন-
পৃথিবী ঘুরছে সাবলীল, থেমে নেই চারপাশ। বস্তুত
সকল সংকট ও শোকে
পতন ও উত্তরণে
মিলন ও আনন্দে
সঙ্গম ও বিচ্ছেদে
কিরণ ও তমসায়
স্থবির ও ঘূর্ণিপাকে
নির্লিপ্ততাই পৃথিবীর

