গাঢ় অমাবস্যার গহীনে নির্জন রাত
নক্ষত্র দিপালীরা ঘোমটা দেয়-
অদূর বন ডাকে কার্তিকের রোদ
আমি কেবল ছুঁয়ে থাকি প্রেয়সীর মায়াবী ঠোঁট
আমি কেবল তাকিয়ে দেখি তার বেদানা বুক
আমি চাইনি সে কারোর কলমে ছিনতাই হোক
আমি যাব চৌকাঠ ফিরে সমুদ্রকূল
প্রয়োজনে নাভিগোলক শালিকের ধানমাঠ-
বৃষ্টির শহর থেকে ধূসরে কুয়াশাবন
আমার বিষন্ন জানাব হুলিয়ার