তোমার একটি চুম্বনে
রক্তের বিষাদ থেকে একটি অঙ্কুরিত স্বপ্ন
চোখের পল্লব জুড়ে পুষ্পের মত ঝরে পড়ে।
একটি চুম্বন, পরিতৃপ্তির ঢেকুর তুলে
আরক্তিম ঠোঁটের অমর-সম্ভারে।
অথচ সকল সুখের আষ্টেপৃষ্ঠে কোনো চুম্বন নেই।
দিগন্ত ছোঁয়া আকাশ, দুপুরের রৌদ্রে
রাত্রির জোছনায় জ্বলে কোনোখানে
তোমার একটিও চুম্বন নেই।
আর কতকাল থাকে এই নির্জনতা,