গাঁয়ে আছে স্নেহছায়া ……আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৪ (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে তালবন, আমবন দূরে,
সবুজ ধানের খেত গ্রামখানি জুড়ে।
সোনারবি উঠে রোজ কিরণ ছড়ায়,
পাখিরা তরুর শাখে সুমধুর গায়।
মাটির উঠানে আছে মাটির উনান,
কাঠের আগুন জ্বলে সেদ্ধ হয়