গাঁয়ে আছে স্নেহছায়া ……আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৫ (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
কালো রাতি ঘুচে যায়
পূবে আকাশের গায়
সকালে সোনার রবি উঠে,
নতুন সকাল হয়,
শীতল সমীর বয়
কাননে কুসুম কলি ফুটে।
খেজুর আর সুপারি,
তালগাছ সারি সারি,
রাঙাপথ চলে গেছে সোজা,
পথে কত লোক