মনকলি! তুমি এক জ্বলন্ত নীহারিকা,
তোমার অগ্নিস্ফুলিঙ্গের আভায় সৃজে সহস্র কণিকা।
তুমি ঝলমলে ভাবের উন্মত্ত প্রতিমূর্তি;
তুমি দুর্দমনীয়! রুখতে পার মানবতার আর্তি।
মনোআকাশে তোমার উতকলিকা কে রুখিবে বলো!
স্বার্থোন্মত্ততার বর্জিত পথ ঘৃণাভরে মাড়িয়ে চলো।
তোমার রুদ্র কণ্ঠ কে আছে রোধবার!
তুমি সদা এক অজেয় চেতনায় অগ্ন্যুদ্-গার।
তুমি ঝড়, তুমি ঝঞ্ঝা, তুমি অনির্বাণ