কী এক অদম্য, অবাধ্য আকর্ষণ
কাগজের অপেক্ষায় কলমের
দুর্নিবার খাপ খুলে বসে থাকা।
মানুষের যন্ত্রণা, আনন্দ, ভালোবাসা- বিরহের
কথকতা অস্থির- উন্মাতাল রিফিলের মুখাগ্রে-
যেন উন্মুক্ত করে দেবে লুক্কায়িত
সুক্ষ কপটতার বদ্ধ কপাট।
স্বচ্ছ কাগজের উপরিভাগে কুৎসিত
নোংরামীর প্রলেপ,
পশ্চাতে ষড়যন্ত্রকারীর সুকৌশলে
আক্রমনের মহড়া।
লেখাযোগ্য একটি কাগজ পেলে
নির্ভয়ে নিঃশঙ্কচিত্তে লিখে যাবে
তোমাদের অজানা