এটা লাশের কফিনে জমে থাকা বিষাক্ত আর্তনাদ ,
মৃত্যুতে চুবানো নক্ষত্রের না জন্মানো দুধশ্বাস।
এটা কোন কবিতা নয়,
খুন হয়ে যাওয়া বেওয়ারিশ রাতের ক্লান্ত স্থাপত্য এটা,
জঠর ছিঁড়ে বিকৃত করা
এক রক্তাক্ত মায়ের জীবন্ত শেষকৃত্যের ছবি। এগুলো কখনো কবিতা হয়না,
চালচুলোহীন এক কবির কাতর

