জামরুল গাছের ছাদে মেঘ বসে থাকে
খাড়ি থেকে ছিটকে ওঠা পাথরি পাহাড়
আড়ালের উঁকিঝুঁকি দেয়া সূর্য
ভোরের পাখিরা জানতে চায়, সূর্য কেন ডুবে যায়?
মানুষের মধ্যেই জেগে ওঠে ক্ষণজন্মা সকাল
তামাক টানা সূর্যের ঠোঁট সবে কালচে হয়
আমি তখন প্রশ্নোত্তরে দুর্বল পালাগান গাঁথি
ভাবি, যেভাবে শুরু, আসলে