তপ্ত শহর, দগ্ধ হাওয়ার উত্তাপে আজ পুড়ছে
মেঘলাবেলার সন্তাপে হায় আমার মনও উড়ছে।
পুবের আকাশ, বৃষ্টি চমক, মেঘের বাড়ি ঘেঁষে,
কালবোশেখী ক্লান্তি ভোলায় তরঙ্গ উন্মেষে।
একটা ফোঁটা, দুটো ফোঁটা, ভিজছি আমি নিজে
গুনতে গুনতে শার্সিখানাও কখন গেল ভিজে।
শার্সি ভিজল, হাত ভিজল, ভিজলো পায়ের পাতা,
মনের কোনের