স্রোতস্বিনী দুকূল ভাসিয়ে নিয়ে চলে রিক্ততার চিহ্ন মুছে দিতে
নীলাম্বরী কালো মেঘে জমে থাকা কষ্টগুলো ছুড়ে ফেলে দেয় ভূমিতে
শ্যামলিমা বেঁচে থাকে সে কষ্টগুলো বুকে নিয়ে বসুন্ধরার দহন সহিতে। সন্ধ্যার আলো-আঁধারে নিঃসঙ্গতার প্রতীকরূপে আমি দেখিনি হুতোম প্যাঁচার শৈশব
দেখিছি তার

