তুলতুলে মেঘরাশি নব উদ্দমে খেলে যায় দিগন্তে।
হিমবুড়ি আসে কুয়াশার আঁচল টেনে কাশের দোলায়।
নবোচ্ছাসে দোলা দিয়ে যায় সোনালী শীষে হিমেল হাওয়ায়।
কুয়াসা স্নাত শিউলি, বকুল অবগুণ্ঠনে ঢেকে
মৌ মৌ গন্ধে নব আয়োজনে নবান্নের ডাকে।
টুপ টাপ ঝরে শিশির শাল পিয়ালের বনে।
সুরে ছন্দে পাখা

