কাঁসাইতলির জল উড়ছে
রোদ উড়ছে, উড়ছে ধুলো নাঙ্গা মাঠে
ধান কাটা শেষ, শীতঘ্রাণ
বিষাদ, বিষাদ আজ জমিন চাদর।
#
গন্ডুষে তিল, কোশায় নদী
কুশের ডগায় জ্বলছে ওহম্
ওপাড় জুড়ে চিতার ধোঁয়া
এপাড় এখন ধাত্রী গ্রাম।
#
অশৌচ পোষাক ঢেউয়ের গায়ে
খোলসে গুটায় জখম শামুক
ছেঁড়া সুরে গায় বিগত জন্ম
কাঁসাইতলির উড়ছে জল।