বুদ্ধ হেসে ওঠে পোখরানে।
গঙ্গায় নামে রক্তস্রোত। ঈশ্বর! তুমি নতুন উপন্যাস লেখ। একটা নারীকে আবিষ্কার করা
নতুন দেশের আবিষ্কারের মতোই।
ইচ্ছেমত তুমিও হতে পারো
কলম্বাস বা মার্কো পোলো। সম্পর্কের মাঝে খুব সাবধানে
ছোট্ট একটা হাইফেন রেখো
কারণ হাইফেন একটু বড় হলেই
শূন্যস্থান হয়ে যাবে। বিষণ্ন মুখ

