(সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে)
এতো অসময়ে এভাবে তোমার চলে যাওয়া,
কিছুতেই মানতে পারে না দেশ, এই জন্মভুমি।
এক বিরল প্রজাতির ভদ্রমানুষ তুমি ছিলে, অনেকটাই বেমানান এই বাংলাদেশের
খেয়োখেয়ির রাজনীতির মাঠে।
তুমি ছিলে মানুষের হৃদয়ের গহীন কুঠিরে, শ্রদ্ধা আর মানুষের ভালোবাসায়,
চলে গিয়ে বুঝিয়ে দিলে তুমি