আমার চারপাশে অজস্র দুঃখ লুটোপুটি খেলছে
সাগরের বালুচরে যেমন নুড়ি পাথর পড়ে থাকে,
কেউ আনমনে হেঁটেও চলে যায় দু’পায়ে মাড়িয়ে
কেউবা আবার তা কুড়িয়েও নেয় অতি যত্ন করে।
চাতকপাখিরা যেমন নদী তীরে মরে পড়ে থাকে
বৃষ্টি জলের আশায় আকাশপানে’ই চেয়ে থেকে,
আমার চারপাশেও অজস্র স্বপ্ন মরে
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৭৩ বার দেখা
| ৯৭ শব্দ ১টি ছবি