এই বেকারত্ব নাকি অভিশপ্ত,
বিনিদ্র সত্য বাসনারা সুপ্ত!
মিথ্য উপাত্ত আর বেকারত্ব,
সাম্প্রতিক উপায়ে জুড়ে দেয় শর্ত। উত্থিত যুক্তি ক্রোধের অভিব্যক্তি,
পদদলিত হয়ে আয়োজিত মুক্তি।
রুখে পরাশক্তি বিবেকের বিলুপ্তি,
একত্রে থেকেও আত্মার বিভক্তি। প্রাণ সংকীর্ণ দেহ জরাজীর্ণ,
সজ্জিত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ!
বাড়ন্ত প্রাচুর্য ঐশ্বরিক ঐশ্বর্য,
অহংকারী মনোভাব

