ফুলদানিতে কেমন বীভৎসভাবে শুকিয়ে নুয়ে পড়েছে বাসি ফুলগুলো
আজ আর কোনও সুঘ্রাণ নেই সৌন্দর্য নেই
সব রঙ হারিয়ে হাসপাতালের মরনাপন্ন রোগীর চোখের মতো পাণ্ডুর পড়ে আছে।
সত্যি বলতে, ওগুলোকে ফুল বলে সম্বোধনেও আজ আমার দ্বিধা হয়-
আদৌ কি ফুল- নোংরা থুকথুকে নাম না জানা জাড্য বস্তু কতিপয়!
আহা,