কেউ শুনতে পাও?
ডাকবাক্স কেঁদে বলে
চিঠি দাও আমায় চিঠি দাও!
না দাও চিঠি তবুও তোমরা
একটু আমার খবর নাও?
ডাকবাক্সের কান্না কি
কেউ শুনতে পাও? তবুও তো নেয় না খবর
ফেলে না ডাকবাক্সে চিঠি,
ডিজিটাল যুগের মেইল মেসেজে
সব করেছে মাটি।
বিশ্বাস নাহয় দেখতে তোমরা
পথের ধারে

