ফিরে দেখা পথ
তোমার পদচিহ্ন ধরে হেঁটে যাই সময়ের পথে
পৃথিবীর চারপাশ ঘুরে ফিরে আসি পুনরায় পরিচিত শস্যক্ষেতে;
তোমাকে আর পাওয়া হয়না, ক্লান্ত শরীর স্মৃতি গুলো নিয়ে পরে থাকে;
সমাধানের পথ গুলো সমাপ্ত হয় না তবু, বার বার ফিরে যায়
দিগন্তের ধূসর স্মৃতির পথে।
কল্পনার ছবি
আমি কলঙ্ক ভালোবাসি, আমি বেশরম হতে চাই,
আমার সব কিছু কেড়ে নাও, ওই বুকেতে দাও ঠাই।
আমি চাইনা হতে সুখী, আমায় শুধুই কষ্ট দিও,
তোমার কান্না আমায় দিয়ে, আমার হাঁসি নিয়ে নিও।
আমার এই দেহে এই প্রাণে, তুমি জাগাও শিহরণ,
শুধু
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৮২ বার দেখা
| ১৩৭ শব্দ ১টি ছবি
চন্দ্রকোষ
অটো-সবুজ গাছপালা
মেঘ ভেসে যাওয়ার শব্দে
গৃহে যে শ্যামলী থাকে, চার পা, ডাকছে
যেখানেই জল, সেটি পৃথিবীর শিরা
ফাঁকা মাঠে শস্যের কীর্তন শুরু হল
মিঠে ও শমিত এই বোলে
একদিন, স্তন নিচু, আমাকে কুড়িয়েছিলে, ফুল!
নিজের দীপ্তি নিভে সবচেয়ে শান্ত এই সন্ধে হয়ে যাওয়া,
যখন একটু গলা
কবিতা|
৫ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৩৫ বার দেখা
| ৬৮ শব্দ ১টি ছবি
ইদানিং খুব মনে পরে,
ছোট বেলায় পাঠশালায় পাঠ্য আম চুরির গল্পটা।
গাছের নিচে পরে থাকা একটি আমি কুড়িয়ে নিয়েছিল
ছোট আনোয়ার, আমবাগানের মালিকের অজান্তেই।
চুরির অপবাদ, মাস্টার সাহেবের বেত্রাঘাত, সহপাঠীদের গঞ্জনা
আম কুড়ানোর কোনো সুখ পায়নি আনোয়ার।
মাস্টার সাহেব শিক্ষা দিয়েছিলেন তাকে,
পরের