এখানে আজ আর কিছুই চাওয়ার নেই
এক সুশৃঙ্খল সমাজ চাইতে গিয়ে দেখি !
সে সমাজ উচ্ছৃঙ্খলতার আগুনে পুড়ছে
অথচ সমাজপতিরা আলু পোড়া খাচ্ছে।
এখানে আজ আর কিছুই পাওয়ার নাই
সস্তায় আজ যা মেলে তা শুধুই উপদেশ,
নয়তো নেতাজীদের মিথ্যে আশার বাণী
আর কৃত্তিমতায় ঝড়ানো চোখের পানি।
এখানে আজ স্বপ্ন দেখাই যেনো দুঃস্বপ্ন
ইচ্ছাগুলো