রাত্রানুবসতকাব্য
আঁচড়েরা সাদা রঙে প্রাথমিক বাস করে,
থার্মোকলের ওপর ডেনড্রাইটের বিন্দুছাপও
দীর্ঘ ক্রিয়া প্রতিক্রিয়ার বিতর্কে জড়ায়,
কোনো কোনো দাগও গভীর ক্ষতচিহ্ন হয়।
#
আজ রাত্রি আর ঘুমের ডিভোর্স হয়েছে মিউচুয়াল,
আজ শব্দগাছ প্যারালাইজড হয়ে
মুখ থুবড়ে পড়ে চৌকাঠের ছায়ায়,
আজ কষ্টানুকাব্য পরস্পরের গলা জড়িয়ে
থম মেরে বসে, মুখ লাল, ছলছল চোখের মনি।
#
সাতশো কোটি মানুষেরা