নঙ্গর
নিগূঢ় মিহি কর্পূরসে ঝুলন্ত রাত
কর্তকোরাসের মতন
হাড়গোড় গাঁথা মাংসের উৎসুক প্রাণী-
বাতাস ও বাবলাফুলের কেশর-পাপড়ি,
কুচি পাতার নিষ্টি গন্ধের ঘ্রাণতর্পণে ছুটছুট এগোয়
ভেঁপু বাজানো তর্কশাস্ত্রের কর্কশে
এ স্টেশন থেকে ও স্টেশন;আনফিট বাহন।
আকাশে হেলানো চাঁদ
ভ্রমর উল্লাসে নেমে আসে
হিড়িক ফেলানো জানালার কাচের ওপর;
গাছেরা অন্ধকার হতে স্বাগত জানায়।
দূরের ছাইজ্বলার মতন আনকোরা জোনাকি
রাতের