এ এক ভীষন ভালো লাগার কথা,
এ এক ভীষন ভালো না লাগার কথা।
না বলা সব কথা জাবর কাটার মতো
ঘুরে ঘুরে আসে, যাওয়া আসা নিত্যদিন।
আমার এই ভালো লাগা আর না লাগা
আমার এইসব দিনরাত্রির হাবিজাবি ভাবনা,
আমার বলা, না বলা কথামালা সব মিলে যায়
এই কবিতার খেরোখাতায়।
বুকের খাঁচায়