শ্যামলা রমণী, রমণীর ছেলে
একদিন ধান শুকানো উঠানে
আমড়া গাছের পাতা উড়ে এলো।
তার শরীরি ভাষায় শ্যামলা রমণী, রমণীর ছেলে
ক্রমাগত পায়ে ঠেলে ক্লান্ত মেদ শেষে
ডিম পোজ আর পান্তাভাতে সারা দুপুর, হেমনদী খুঁজে গেল।
আর আমার ভীষণ নেশা
ল্যাপটপ টিপতে, স্মার্টফোন টিপতে,
জ্যোৎস্না সম্প্রদায়ের দলে ভিড়ে যেতে
নিঃশব্দ থোরা অভিসারে
কৌম জীবনের গল্প