সাইবার প্রেম
তোমার আমার প্রথম দেখা –ফেসবুকে
ভালোবাসার মারলা যেদিন –নেস বুকে
তোমার আমার প্রথম চ্যাটিং –টুইটারে
ঘড়ির কাটা বাজছিলো ঠিক –দুইটারে
তোমার আমার প্রথম লাইভ — ট্যাংগুতে
দেখতে পাইলাম টানতেছো জুস –ম্যাংগুতে
তোমার সাথে কইতে কথা –ম্যাসেন্জার
দুষ্টুমিতে সহায় হতো –কিসেন্জার
মান অভিমান করলে করতা –এসএমএস
টিজ করিলে একটুতেই হয়