কথকতা
শূন্যতা ওড়াই
এমনি নয় – দুঃখী চোখ স্বর্গ দ্যাখে
কোমল ঠোঁটে আকাশ ডাকি – মেঘ নামাই
দৃষ্টির সীমায়
বাড়ছে প্রজ্জ্বলিত আলোর পরিধি
ব্যাসার্ধ ঘিরে আছে জ্যামিতিক জীবন
পুনঃপাঠে
জীবনের দেনা বাড়ছে
অস্থির পৃথিবী – নিঃশ্বাসে বাড়ছে অসুখ
আলোহীন সন্ধ্যা
পুনঃমুদ্রণ হচ্ছে ভালোবাসার
পোকাদের চোখ – পৃথিবীটা রঙিন লাগে
নীলঘুম
মৃত্যুজ্ঞানে দ্বিধান্বিত হই
নাট্যশাস্ত্র যারা জানে তারাই মুনি।