পাঠালাম তৃষ্ণা অন্তহারা,
তুমি তারে দিয়ো
বুকের ঝরনা ধারা। বরষার শ্যামল মেঘে
পাঠালাম বুকের কান্না,
তুমি তারে দিয়ো
চোখের প্রিয় আঙিনা। শরতের শান্ত জ্যোৎস্নায়
পাঠালাম হৃদয়ের উষ্ণতা,
তুমি তারে দিয়ো
ঠোঁটের মধুর মৌনতা। হেমন্তের মৃদুমন্দ বায়
পাঠালাম নবযৌবনের আহবান,
তুমি তারে দিয়ো
কণ্ঠের সকল প্রিয়তান। শীতের ঘন কুয়াশায়
পাঠালাম বিষন্ন অভিমান,
তুমি তারে দিয়ো
অনুরাগের কিছু গান। বসন্তের সোনালি

