গা ছুঁয়েছে অমাবস্যা
চাঁদের গা ছুঁয়েছে- অমাবস্যা রাত
বামন ঘরে অমাবস্যায় উঠেনি চাঁদ-
তাই তো ছুঁয়ে যেতে চাই- তারায় তারায়
যেখানে জোনাকির মিটিমিটি জ্বলছিল-
প্রণয়ের পলকে পলক-আরেক বার
সেখানেই হারিতে চাই- হারিতে চাই।
কত ফুলের নিত্য নতুন আসতো সুবাস
শিহরণে গা জুরাত-শীতল করে বাতাস-
লুটে যেতো ক্ষণিকের চাঁদমুখি ঝলক
দৃশ্যের