তোমার কাছেই বারে বারে হেরে যাওয়া,
আমার লোভ, আমার না পাওয়ার হিংসা,
প্রতি ক্ষন তোমাকেই পেতে চাওয়া,
প্রতিক্ষন তোমার কাছেই ফিরে যাওয়া। তুমি তো অন্য কারো! অন্য ভুবনের,
তোমার মনে কখনোই হয়তো ছিলো না,
কোন গান, ছিলো না কোন ছায়া,
এই লোভী এক মানুষের জন্য,
এই স্বার্থপর এক

