মনের জানালায় আজ অবিরাম বৃষ্টি,
সুখ কিম্বা দুঃখ,
আনন্দ অথবা বেদনা।
প্রকৃতি আজ আমারই সাথে আকাশকে
করেছে মেঘলা,
বুকের কষ্টগুলোকে সাজিয়েছে যত্নে,
কষ্টের নিদারুন চাপে গুমরে উঠছে মন,
কষ্টের মেঘেরা হয়েছে বৃষ্টি ।
সেই বৃষ্টির নোনা জলে আমার অবগাহন। দমকা হাওয়ায় ঝির ঝিরে বৃষ্টি

