খুঁজে ফিরি মঙ্গল লোকালয় জঙ্গল,
দেহময় অসাড়তা অন্তর চঞ্চল।
আজগুবি খবরে ক্লান্তির শহরে,
উদাসী মূর্খতা অনুভূত প্রহরে। করছে না ব্যক্ত লজ্জিত রিক্ত,
ইস্ত্রি করা শার্ট উদর অভুক্ত।
নয় অযোগ্য দুরুহ আরোগ্য,
কারো কাছে দৃশ্যটা বড় উপভোগ্য। খুঁজে ফেরা অর্থ চেষ্টা অনর্থ,
স্বেচ্ছায় আলিঙ্গন রীতিমত স্বার্থ।
অনুভূত

