জ্ঞানই শক্তি আর সেই শক্তিই হচ্ছে আলো; কোনভাবেই তাকে অবহেলা না। মূঢ় ও অজ্ঞতার দিকে নিয়ে যাবেন না। জ্ঞান সঠিক জায়গায় প্রয়োগের মাধ্যমে শক্তি উৎপন্ন করে সেখান থেকেই সৃষ্টি হয় আলোর বিকিরণ। জ্ঞান উৎপন্ন হয় আত্মার আত্মপ্রকাশ থেকে আত্ম উপলব্ধি থেকে। চিন্তা হচ্ছে জ্ঞানের খোরাক

