কত শত কৌশল নির্ভীক মনোবল,
উত্তম সন্ধানে ক্ষয় যেন পদতল।
মৃত্যুতে নিপতিত সারাক্ষণ বিচলিত,
সম্মুখে ধাবমান থাক যেথা লুকায়িত। প্রাণের কোলাহল অতিশয় প্রাঞ্জল,
রহস্যের আড়ালে প্রহেলিকা অবিচল।
আবরণ অযোগ্য চেতনায় আরোগ্য,
প্রাণ উপযুক্ত দেহ উপভোগ্য। মানবের উত্থান নিয়মিত প্রস্থান,
আজীবন করে যায় মানবেই সন্ধান।
বিভিন্ন রীতিনীতি

