বলো কোন তৃপ্তির আড়ালে লুকিয়ে রাখো নিজেকে।
জানো-
শ্রাবণ আসেনি এখনো; তবু
আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে বৃষ্টির অভিমান
রোদ্রের দেখা মিলেনি সকাল থেকে
তোমার ভাবনায় স্মৃতির পাতা হয়ে আছে ম্লান। বলো, কি সুখ পাও?
আড়ালের চরাচরে গুপ্ত নিঃশ্বাসের ভারী শূন্যতা
দিক দিগন্তে

