জ্যোৎস্না রাতে জমিনে লুটিয়ে পড়ে
গলিত আগ্নেয় লাভার মত মোলায়েম চাঁদোয়া।
মানুষ চাঁদ ধরতে পারে না- আলো স্পর্শ করে,
হায় জ্যোৎস্না!
প্রেমিকার কোমল নাকের মতন, গালের মতন।
এইসব রাতে,
কে বা কারা জেগে থাকে সপ্তাহের শেষদিন।
ওদের হয়ত প্রেমিকা নেই, থাকলেও হয়তবা মরে গেছে,