মিথ্যায় চলে মানবতা
মিথ্যায় সব প্রসারিত
আনন্দ নিয়ে বিকসিত
ক্ষুদ্র থেকে বিশাল
পাতা মিথ্যার জাল
মিথ্যায় লাভবান, মিথ্যায় খুশি। তাইতো আমি
কথায় কথায় মিথ্যা মনে পুষি।
বর্তমানের হালকা একটু
আনন্দ পেতে সত্য আমি দূষি। আরও কত, শত শত
মনে আমার বিকসিত ফাগুন।
মিথ্যায় আমার ধরা আছে
প্লাবিত জাহান্নামের আগুন।

