শঙ্খ শকুনের দল,
সেখানে নাহয় দিব ছুঁড়ে
এক মুঠো সফেদ মেঘ ফুল। লিওনিদোভিচ ঘুমিয়ে থাকুক
ভিজুক ওষ্ঠ অগ্নি সরাবে,
ত্রিদিব মোহে ডুবুক পৃথিবী
শব্দান্ধের তাতে কী যায় আসে? চলুক হরণ রাম রাবনে
সীতার তাতে কী দায় আছে,
ভাসুক কলম লোহিত জলে
হতাশা বাড়ে যে মিথ্যা আশ্বাসে।

