দামী সময়
এখন আর বলে তো কোন লাভ নেই,
সমস্ত উচ্চারণই সম্ভবে নিষ্ফল।
আমার জন্যে তো মূহুর্ত বরাদ্দ নেই,
ব্যর্থ সমস্ত দিন, ও সকাল – বিকাল।
তোমার ডাকের মধ্যে যে কুহকী টান,
নিশিঘোরে হেঁটে গেছি কাঁহা তক্ কাঁহা,
সঘন প্রতিশ্রুতি জারিয়েছে নিদান,
গোছা গোছা মিথ্যে কথা –